স্টাফ রিপের্টার ॥ যশোরে চোরাই ট্রাকসহ শাহিন বিশ্বাস (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যাব সদস্যরা। গত শনিবার রাতে সদর উপজেলার সুজলপুর থেকে আটক করা হয়।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজলপুরের ফাহাদ স্টিল ফার্নিচারের পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শাহিন বিশ্বাসকে আটক এবং তার দখল থেকে একটি বড় ট্রাক উদ্ধার করা হয়। এই ট্রাকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক শাহিন বিশ্বাস। সূত্র জানায়, আটক শাহিন বিশ্বাস ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা ঘোষপাড়ার জনৈক সাধনের বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
