স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড চালানোর খবর পেয়ে র্যাব সদস্যরা রনি আহম্মেদ (৩০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে। রনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও পান্তাপাড়া গ্রামের লাল্টু বাহিনীর সদস্য। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাতে খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের হারেজ মোড় থেকে তাকে আটক করা হয়। কোন কিলিং মিশন বাস্তাবায়নের জন্য রনি সেখানে অপেক্ষা করতে পারে বলে র্যাবের সূত্র জানায়।
