এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় ১০ কেজি গাঁজা ও ১শ ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন পুলিশ। বুধবার রাতে উপজেলার স্বরুপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের বিলমাঠ এ মাদক করে পুলিশ।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, বুধবার গভীর রাতে উপজেলার স্বরুপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের বিলমাঠ এলাকায় মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দেশী অস্ত্র দা ও লাঠিসুটা নিয়ে আমাদের উপর আক্রমন করে। পুলিশ আত্মরক্ষার জন্য ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে প্যাকেটজাত অবস্থায় ১০ কেজি গাঁজা ও কার্টনভর্তি অবস্থায় ১শ ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আমরা এ মাদকের সাথে জড়িতদের চিনতে পেরেছি তাদের আটকে অভিযান চলছে। এ চক্রটি দীর্ঘ দিনযাবৎ মাদক ব্যবসায়ীর সাথে জড়িত।
ওসি রিফাত খান রাজীব বলেন বিপুল পরিমান মাদক উদ্ধারের ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।