লোকসমাজ ডেস্ক॥ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ১১টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ অন্য শ্রমিকরা। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে সামাজিক দূরত্ব মেনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী ও গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজসহ ১১টি শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। শ্রমিক নেতারা বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করিয়েছে মালিকপক্ষ। এরইমধ্যে শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের ৪০ শতাংশ কর্তন করা হয়। জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই করা হবে, এমন ঘোষণা দিয়ে বিজিএমইএ মানবতাকে কুঠারাঘাত করেছে।’ শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন শ্রমিক নেতারা।
