যশোরে অধিক মূল্যে পেঁয়াজ ও মাস্ক বিক্রির অপরাধে ৪ জনকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে রোববার যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বঙ্গবাজারের একটি ওষুধের দোকানে অধিক মূল্যে মাস্ক বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈমুল ইসলাম মঈন ও কাজী আতিকুর রহমান পেশকার শেখ জালাল উদ্দিন জানান, করোনা ভাইরাস আতংকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির খবর পেয়ে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালান। এ সময় মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে বাজারের ব্যবসায়ী নুর ইসলাম ও সিরাজ হোসেনকে ১ হাজার টাকা করে এবং আব্দুল গফুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, বঙ্গবাজারে ওষুধের পাইকেরি মার্কেটেও অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অধিক মূল্যে মাস্ক বিক্রির অপরাধে নিউ সার্জিকালের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Lab Scan