ভয়াবহ দিন ছিল কাল মৃত্যু ৫, আক্রান্ত ৪১

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গতকাল। এদিন মৃত্যু হয়েছে ৫ জন এবং আক্রান্ত হয়েছে ৪১ জন। বাংলাদেশে এটা নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৬৪ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ জন। কিছুণ আগে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফোরা। অধ্যাপক ফোরা বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ চারজন এবং অপর একজন মহিলা। মীরজাদী সেব্রিনা ফোরা বলেন, আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং মহিলা ১৩ জন। তিনি আক্রান্তদের নিজ এলাকার পরিচয় দিয়ে বলেন, আক্রান্তদের সবচেয়ে বেশি বাস করেন রাজধানীতে ২০ জন। এরপরই নারায়নগঞ্জ জেলায় বাস ১৫ জনের। এছাড়া কুমিল্লার একজন, ঢাকা জেলার কেরানিগঞ্জে একজন, চট্টগ্রামের একজন। যে ৫ জন আজ মৃত্যুবরণ করেছেন তাদের ২ জন ঢাকায় বাস করতেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কলাম আজাদ জানান, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯’র নমুনা পরীা করা হয়েছে ৭৯২ জনের।

Lab Scan