স্লো স্মার্টফোন ফাস্ট করবেন কীভাবে?

    0

    লোকসমাজ ডেস্ক॥ বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া কেউ নিজেকে এক মুহূর্তও চিন্তা করতে পারেন না। বলা চলে, আমাদের নিত্যদিনের খুবই গুরুত্বপূর্ণ এক সঙ্গী হচ্ছে স্মার্টফোন। কাছের কারো সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কর্মক্ষেত্রের নানান কাজেই ব্যবহৃত হয় স্মার্টফোন। কিন্তু সেই স্মার্টফোন যদি কোনো কারণে স্লো হয়ে যায় বা হ্যাং করে তবেই ঘটে বিপত্তি। এর ফলে অনেকেরই কর্মক্ষেত্রে নানান অসুবিধাও হয়ে থাকে।
    আজ আপনাদের জন্য রয়েছে এমন কয়েকটি টিপস, যা আপনার স্লো বা হ্যাং হয়ে যাওয়া ফোনের স্পিড বেশ কয়েকগুণ বাড়িয়ে তুলতে সক্ষম। চলুন জেনে নেয়া যাক সে টিপসগুলো সম্পর্কে-
    অ্যানিমেশন বন্ধ করুন
    ফোনে নানান লাইভ ওয়ালপেপারে নানান অ্যানিমেশন হয়। এছাড়া অনেক লঞ্চারেও নানান অ্যানিমেশন থাকে। এতে ফোন আরো বেশি দৃষ্টি নন্দন হয়ে ওঠে ঠিকই, কিন্তু ফোন স্লো হয়ে যায়। তাই অ্যানিমেশন বন্ধ করুন।
    আপডেট সফ্টওয়্যার ব্যবহার করুন
    আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন চেক করে দেখুন। যদি পুরোনো ভার্সন থাকে সেক্ষেত্রে নবোতম আপডেট ইন্সটল করুন। কারণ নতুন আপডেটে কোম্পানি আগের ভার্সনের চেয়ে নতুন কিছু এই আপডেটে দেয়। তাই আপডেট ভার্সন ব্যবহার করাই উচিত।
    ক্যাশে ক্লিয়ার করুন
    স্মার্টফোনে আপনি যে কাজই করুন না কেন তা আপনার ফোনে ক্যাশে ডেটা হিসেবে থাকে। এমন ক্ষেত্রে এই ফাইলগুলো পরিষ্কার করে আপনি আপনার ফোনের স্পিডের পরিবর্তন আনতে পারেন। ফোনে এই ক্যাশে তৈরি হয়, যাতে ফোনের কাজ আরো দ্রুত হয়। কিন্তু এই ক্যাশের ফলে ফোনের স্পিড কমে যায়। ক্যাশে ক্লিয়ার করতে হলে, সেটিংস> স্টোরেজ> ক্যাশে -তে যেতে হবে। এরপর ক্যাশে ক্লিয়ার করতে হবে।
    ফ্যাক্টরি রিসিট অপশন
    যদি এতকিছু করার পরও আপনার ফোনে স্পিড না বাড়ে, সেক্ষেত্রে শেষ অপশন ফ্যাক্টরি রিসিট। সেটিংস-এ নিচের দিকে এই অপশন আপনি পেয়ে যাবেন। এতে ফোন মেমোরির সমস্ত ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই এটা একেবারে শেষ অপশন। এই অপশনে ক্লিক করার আগে