স্মরণে মার্চ ’৭১

0

মাসুদ রানা বাবু ॥ আজ অগ্নিঝরা মার্চের ১৮তম দিন। ১৯৭১ সালের এই দিনটি ছিল অনেক উদ্বেগ-উৎকণ্ঠার। এই দিনে আন্দোলন-সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বের বিভিন্ন দেশের সরকার, বুদ্ধিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের কাছে কয়েকটি বার্তা পাঠায়। ওই বার্তায় পশ্চিম পাকিস্তানি সামরিক চক্রের গণহত্যা চক্রান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং পাকিস্তানিদেরকে গণহত্যা থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। পাকিস্তান সামরিক জান্তার অবস্থা বুঝতে পেরে ছাত্র সংগ্রাম পরিষদ আজকের দিনে এক বিবৃতিতে পশ্চিম পাকিস্তান থেকে সামরিক বাহিনী ও অস্ত্রশস্ত্র বোঝাই বিমান চলাচল বন্ধের জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান। একই বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বের মুক্তিকামী জনগণের সমর্থন কামনা করা হয়। বিবৃতিতে চীন, রাশিয়া, বৃটেন, আমেরিকাসহ শক্তিশালী দেশগুলোকে তাদের সরবরাহ করা অস্ত্রের দ্বারা বাঙালিদের ওপর গণহত্যা চালানোর প্রয়াস বন্ধ করার আহ্বান জানানো হয়।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments