স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল

0

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করলো যশোর কালেক্টরেট স্কুল। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার টানা চারবারের চ্যাম্পিয়ন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজকে হারিয়ে তিন বার রানার আপ হওয়া এই দলটি চ্যামিম্পয়নের স্বাদ গ্রহণ করে।  মঙ্গলবার (২১মার্চ )যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় কালেক্টরেট স্কুল মাত্র ২ রানে জয় লাভ করে। খেলায় টস হেরে প্রথমে কালেক্টরেট স্কুল ব্যাট করতে নেমে ৪০ ওভার ৩ বলে ১২৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সাঈদ আনোয়ার ৩০,রাকিবুল হাসান ২৭ এবং এম এম মাহাদি ২৫ রান সংগ্রহ করে। বল হাতে সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের আরিফুজ্জামান ৩টি,সানোয়ার হোসেন ও সোহান হোসেন ২টি করে এবং রাহুল হোসেন ও রাহাত পারভেজ ১টি করে উইকেট লাভ করে। জয়ের জন্যে তারা ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের বন্দরে পৌঁছানোর মাত্র ৩ রান বাকি থাকতে ৩৬ ওভারে ৩ বলে ১২১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সোহানুর রহমান ৩৭, কাবিদ আল সিয়াম ৩২ এবং সানোয়ার হোসেন ১৯ রান সংগ্রহ করে। বল হাতে কালেক্টরেট স্কুলের আসিফ জামান ৪টি,নাবিল হাসান ৩টি এবং তারিক সামি,সাদমান খান ও ফারহান ১টি করে উইকেট লাভ করেন। খেলায় শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। প্রথম বিভাগ ক্রিকেট পরিষদের সম্পাদক খায়েরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক যশোর শাখার প্রধান মোস্তফা মাহমুদ,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল,যুগ্ম-সম্পাদক এবি এম আখতারুজ্জামান,কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।