সোহানের শত রানের সুবাদে শিক্ষা বোর্ড স্কুলের ৩৪৬ রানের বিশাল জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলায় শত রান করার গৌরব অর্জন করেছে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ব্যাটার সোহান হোসেন। রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের বিপক্ষে ১০৭ বলে ১৪৯ রান সংগ্রহ করেন দলের এই অন্যতম ব্যাটার। এ খেলায় তারা প্রতিপক্ষকে ৩৪৬ রানের বিশাল বড় ব্যবধানে পরাজিত করে।
খেলায় টস জিতে প্রথমে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে সোহান হোসেন ১০৭ বল খেলে ২০ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহয্যে ১৪৯ রান সংগ্রহ করেন। যেটি যশোরে চলতি ক্রিকেট লিগে এই প্রথম কোন শতক। এছাড়া কাবিদ আল সিয়াম ৮৪, আরিফুজ্জামান ৩৬,সানোয়ার হোসেন ৩৫,সোহানুর রহমান ২৯ এবং সাদিক ২১ রান সংগ্রহ করেন। বল হাতে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের সেলিম সাদমান ২টি,তাসিরুল ইসলাম,সোহানুর ইসলাম ও আবেদ আলী ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ৪০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ১৩ ওভার ২ বলে ৫৬ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে আবেদ আলী ১৬ এবং রেজোয়ানা রাব্বি ১০ রান সংগ্রহ করেন। বল হাতে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের রাহুল হোসেন ৫টি,সোহান হোসেন ৪টি এবং সানোয়ার হোসেন ১টি উইকেট লাভ করেন।