সুপ্রিম কোর্টে আইনজীবী-সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবী ও পুলিশ কর্তৃক বিএনপিপন্থী আইনজীবী ও সাংবাদিকদের উপর হামলা,মামলা ও ভোট ডাকাতির প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আয়োজনে রোববার (১৯ মার্চ ) সিভিল কোর্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাধারণ আইনজীবীদের ওপর আস্থা হারিয়ে ফেলে ও বিএনপিপন্থী আইজনীবীদের সুনিশ্চিত বিজয় ঠেকাতে আওয়ামীপন্থী আইনজীবীরা কূট কৌশলের আশ্রয় নেয়। নিজেদের ভরাডুবি ঠেকাতে তারা পুলিশ দিয়ে বিএনপিপন্থী আইনজীবীসহ সংবাদ সংগ্রহে আসা মিডিয়াকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। তাদের এমন ন্যাক্কারজনক হামলা দেশের সর্বোচ্চ বিচারাঙ্গণকে কলঙ্কিত করেছে। একই সাথে সুপ্রিম কোর্ট বারের ঐতিহ্যকে ধ্বংস করেছে। সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুপ্রিম কোর্টের দক্ষ ও যোগ্য নেতৃত্বকে বাধাগ্রস্ত করতে ও অচল অবস্থা সৃষ্টি করতে এমন তান্ডব চালানো হয়। নেতৃবৃন্দ অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক নজরুল ইসলাম,সদস্য সচিব শেখ আব্দুল মোহায়মেন,সদস্য এম এ গফুর,মোস্তফা মন্টু,এস এম রাজ্জাক, হাসানুর রহমান আসাদ,গোলাম মোস্তফা, আবু মুরাদ,শহীদ ইকবাল হোসেন,মাহমুদ খানম,সাদেকা খাতুন বিল্লু প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments