সাবেক এমপি শফিকুল ইসলাম অপু ও তার বোনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎও প্রতারণার মামলা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও তাঁর বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন শহরের কালিকাপুরের বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ছেন।
অ্যাড. শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এস এম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ ও তাঁর বোন ১০ লাখ টাকা গ্রহণ করে বায়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে জমি রেজিস্ট্রি করে দেননি। এ অবস্থায় টাকা ফেরত চাইলে তাও দিচ্ছেন না। নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন। মামলাটি গ্রহণ করে আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু জানান, মামলাটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন সত্য ঘটনা হচ্ছে, তার বোন জমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিস্ট্রি করেননি। এখন জমির মূল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা বসাবসি না করে উল্টো মিথ্যা মামলা করেছেন বলে শফিকুল ইসলাম অপু অভিযোগ করেন।