সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর হোসেন (৪৩)কে আটক করেছে। আলমগীর হোসেন রামনগর মুড়লী পশ্চিম খাঁপাড়ার আব্দুল জলিলের ছেলে।
র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালে আলমগীর হোসেন চট্টগ্রামের মীরশরাইয়ে মাদকসহ আটক হয়। পরবর্তীতে সে জামিন পেয়ে পলাতক থাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে চটগ্রামের আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানাসহ আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশের রায় দেন। রায়ের সময় আসামি আলমগীর পলাতক ছিল। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শনিবার যশোরের কেশবপুর থেকে তাকে আটক করে।