‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে ‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কর্মশালায় প্রকল্প পরিচিতি নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার।
বক্তারা বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং রাজকীয় নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল’ প্রকল্পটি বাস্তবায়ন হবে।
নড়াইল জেলা ছাড়াও প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ১২টি উপজেলায় ৯০ হাজার কৃষক পরিবার উপকৃত হবেন। প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থায়ীত্বশীল কৃষি উৎপাদনে জলাধারকে পূনর্জীবিত এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সুরক্ষা করে পানির টেকসই ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করতে একমত পোষণ করেন জেলা ও উপজেলা প্রশাসনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, এলজিইডি, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় কৃষকরা।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা রতন কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীলসহ অনেকে।