শালিখায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

0

শালিখা (মাগুরা )সংবাদদাতা॥ মাগুরার শালিখায় এক শিশু কন্যাকে ধষর্ণ চেষ্টার অভিযোগে সোরাপ মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে আদলতে সোর্পদ করেছে শালিখা থানা পুলিশ।
ওই শিশুর বিমাতা জানান, উপজেলার শতখালী ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের মখছেদ মোল্যার ছেলে সোরাপ মোল্যা (৪৫) বিস্কুট ও টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের পেয়ারা বাগানে নিয়ে মুখে কাপড় বেধে ধর্ষণের চেষ্টা করে।
তিনি আরো জানান, এ ঘটনার পর মেয়েটি বাড়ি এসে কেঁদে ফেলে। পরে সমস্ত ঘটনা খুলে বললে আমরা স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘটনা জানাই। পরে প্রধান শিক্ষিকা স্কুলের সভাপতিকে অবগত করেন।
এ ঘটনায় পাঁচকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপসী রানী খাঁ বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে জানার পরপরই আমি বিদ্যালয়ে মিটিং ডেকেছি। আমরা এলাকাবাসীর কাছে এর ন্যায্য বিচার দাবি করছি।
শালিখা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের সৎ মা বাদি হয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে।