শার্শায় অন্যের পুকুর ও কবরস্থানের মাটি কেটে বিক্রির অভিযোগ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের মোজাম শেখ ও সুবহান শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অন্যের পুকুরের পাড় ও কবরস্থানের মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে শার্শার যদুনাথপুর (হাড়িখালী) গ্রামের মৃত ফকির চাঁদ সরদারের ছেলে ইউসুফ আলী সরদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত মতিয়ার শেখের দুই ছেলে মোজাম শেখ ও সুবহান শেখ জোর করে ইউসুফ আলীর পুকুরের পাড় ও কবর স্থান থেকে জোর করে মাটি কেটে বিক্রি করছেন। প্রতিবাদ করলে ইউসুফ আলীকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় প্রদর্শন করা হচ্ছে। ইউসুফ আলী জানান, তার প্রতিবেশী মোজাম শেখ ও সুবহান শেখ দুষ্টু প্রকৃতির লোক। তারা জোর করে তার পুকুরের পাড় থেকে ও পারিবারিক কবরস্থান থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করছে। বিষয়টি স্থানীয়দের বললেও কেউ এগিয়ে আসেনি। কারন মোজাম শেখ ও সুবহান শেখ সন্ত্রাসী প্রকৃতির লোক। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করেছেন