শহীদ ওলিয়ার রহমানের ২৪তম শাহাদৎ বার্ষিকী আজ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শহীদ ওলিয়ার রহমানের ২৪তম শাহাদৎ বার্ষিকী আজ। ১৯৯৬ সালের ১৩ এপ্রিল ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে বিএনপির একটি সমাবেশে বক্তব্য দেবার সময় প্রকাশ্যে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছিল। সে ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত-আব্দুল খালেকের ছেলে। প্রতিবছর বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে যশোর জেলা ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শহীদ ওলিয়ার রহমানের শাহাদৎ বার্ষিকী পালন করা হলেও চলমান করোনা ভাইরাসের কারনে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখতে এবছর কোন কর্মসূচি পালন করা হচ্ছে না বলে সদ্য বিদায়ী ছাত্রদলের নেতৃবৃন্দদের একটি সুত্র থেকে জানাগেছে। তবে দ্রুত সময়ের মধ্যে দেশের পরিস্থিতি ভাল হলে শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হবে বলেও জানান তারা।