রামপাল ও মোংলায় নদী থেকে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

0

রামপাল ও মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল ও সুন্দরবনে নদী থেকে অজ্ঞাত দুই নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রামপালের নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রামপাল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ঘোষিয়াখালী নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
রামপাল থানা পুলিশ ও রোমজাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রিনা বেগম জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, এসআই খন্দকার মমিন, এসআই দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। পরে ঘোষিয়াখালী নৌ পুলিশ থানার ওসি শরিফুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করা হয়। লাশের পরনে খয়েরী কালো ফুলপ্যান্ট, সাদা গেঞ্জির নিচে ও পিত্ত রংয়ের ফুল গেঞ্জি গায়ে ছিল। তবে তা পা খালি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছিল।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, লাশের পরিচয় শনাক্ত ও কী কারণে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে সুন্দরবনের পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় তার গলায় মোটা দড়ি বাঁধা ছিল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, পশুর নদীতে দুপুর থেকে মরদেহ ভাসতে দেখেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলেদের খবরে মঙ্গলবার সন্ধ্যায় নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে লাল রঙের শাড়ি ও গলায় মোটা দড়ি বাঁধা ছিল। কাছাকাছি হওয়ায় মরদেহ রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠানো হবে।