যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে ফাইভ স্টারের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের  বুধবারের খেলায় জয় পেয়েছে ফাইভ স্টার ক্লাব। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা সূর্য সংঘকে ১৭ রানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে ফাইভ স্টার ক্লাব ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৩বলে সব উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আল আমিন ৪০, টিটো ৩০, আল মামুন রাজু ১৪, রমজান ১৩ ও রাকিব ১২ রান সংগ্রহ করেন। বল হাতে সূর্য সংঘের নোমান ৪টি, শরিফ ২টি এবং সঞ্জয়, মিম ও সোহেল ১টি করে উইকেট লাভ করেন। সূর্য সংঘ জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১৪৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে নোমান ৫৪, শরিফ ১৯ ও সঞ্জয় ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে ফাইভ স্টার ক্লাবের আল মামুন রাজু, নির্জন, আল আমিন ও কৌশিক ২টি করে এবং মাহফুজ ১টি উইকেট লাভ করেন। আজকের খেলা : রাইজিং স্টার ক্লাব বনাম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব।