যশোর জেনারেল হাসপাতালে নতুন তত্ত্বাবধায়কের যোগদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নতুন তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ যোগদান করেছেন। বৃহস্পতিবার হাসাতালের বিদায়ী তত্ত্ববধায়ক আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে নবাগত তত্ত্ববধায়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সাবেক ও বর্তমান তত্ত্বাবধায়ক একে অপরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে বিদায়ী তত্ত্বাবধায়ককে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা, কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া যশোর হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠন,নাগরিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য বিদায়ী তত্ত্ববধায়ক আখতারুজ্জামানকে খুলনা বিভাগী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) পদে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের বর্তমান তত্তা¡বধায়ক হারুন-অর-রশিদ একই পদে দায়িত্ব পালন করা অবস্থায় তাকে যশোর-২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক পদে বদলি করা হয়।