যশোর এমএম কলেজে বিতর্ক বিষয়ক কর্মশালা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম ) কলেজে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২২মার্চ ) কলেজের ডিবেটিং সোসাইটির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী এবং বিতর্ক কর্মশালার আহবায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ মোহাম্মদ আব্দুল্লাহেল জাকারিয়া।