যশোরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা হেযবুত তওহীদ। রোববার (১৯ মার্চ )প্রেস ক্লাব যশোরের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের শাখার সভাপতি সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের হাতে নিহত হন হেযবুত তওহীদের দুই সদস্য ইব্রাহীম রুবেল ও সোলায়মান খোকন। হত্যাযজ্ঞের ৭ বছরেও আসামিরা গ্রেফতার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা এবং হুমকির প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হাসান, সদর উপজেলার সভাপতি রফিকুল ইসলাম, শার্শা উপজেলার সভাপতি রেজাউল করিম প্রমুখ।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments