যশোরে বিএনপির মিছিল

0

স্টাফ রিপোর্টার॥ ঢাকাস্থ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পুলিশের বর্বারোচিত হামলা,গুলিবর্ষণ, গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।  বৃহস্পতিবার জেলা বিএনপি নেতৃবৃন্দ শহরে মিছিল করেন । মিছিল থেকে বিনা উস্কানিতে নয়াপল্টনে বিএনপির গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এমন কর্মকান্ডকে অহেতুক,অযাচিত আখ্যায়িত করেন নেতৃবৃন্দ। এই ন্যাক্কারজনক হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সাথে অবিলম্বে আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি জানান। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।