যশোরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দুটি খেলায় রিপন অটো ও মহিরন স্কাই কিংয়ের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের  শুক্রবারের দুটি খেলায় জয় পেয়েছে রিপন অটো ক্রিকেট একাডেমি ও মহিরন স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমি । এদিন উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় রিপন অটো ক্রিকেট অ্যাকাডেমি বনাম মণিরামপুর ক্রিকেট একাডেমি । খেলায় টস জিতে প্রথমে রিপন অটো ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জয়ের জন্য মণিরামপুর ক্রিকেট অ্যাকাডেমি ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ ওভার ৫ বলে ১১৬ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় মহিরন স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট অ্যাকাডেমি বনাম মধুমিতা ক্রীড়া চক্র । খেলায় টস জিতে প্রথমে মহিরন স্ক্যাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য মধুমিতা ক্রীড়া চক্র ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারতি ২৫ ওভার ব্যাটিং শেষে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে।