যশোরে দুই খুনের ঘটনায় কেউ আটক হয়নি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুই খুনের ঘটনায় কোন মামলা হয়নি এবং জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। যশোর সদর উপজেলার ঘুরুলিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই ইউনুস আলী ও শহরের পূর্ব বারান্দীনাথপাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নাহিদ খুন হয়। এ খুনের ঘটনায় থানায় কোন মামলা হয়নি এবং জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম শনিবার (১ এপ্রিল) রাতে জানান, দুই খুনের ঘটনায় কেউ আটক হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলার প্রস্তুতি চলছে।