যশোরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর আরবপুর মাঠপাড়ার গৃহবধূ শিরিনা বেগমকে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী জুয়েল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ মে) যশোরের নারী ও শিশু নির্যানত দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এই রায় দের। সাজাপ্রাপ্ত জুয়েল সরদার আরবপুর মাঠপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাড. সেতারা খাতুন।
মামলার বিবরণে জানা গেছে, জুয়েল সরদার খয়েরতলার ভৈরব ফিলিং স্টেশনে সেলসম্যান পদে চাকরি করতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি পারিবারিকভাবে শিরিনা বেগমকে বিয়ে করেন। কিন্তু স্বামীর প্রথম পক্ষের দুই সন্তান এবং নিজের সন্তানের দেখাশুনা নিয়ে প্রায় জুয়েল সরদারের সাথে মনোমালিন্য হতো শিরিনা বেগমের। ২০২১ সালের ১২ অক্টোবর দুপুরে জুয়েল সরদার কর্মস্থল থেকে বাড়ি এলে সন্তানদেরকে কেন্দ্র করে শিরিনা বেগমের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ঘরের ভেতর শিরিনা বেগমকে মারধর করে বোতলে রাখা পেট্রোল তার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন জুয়েল সরদার। এ সময় প্রতিবেশীরা ঘরের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে ছুটে যান। তারা সেখানে গিয়ে শিরিনা বেগমের গায়ে আগুন জ্বলতে দেখেন। দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে তারা শিরিনা বেগমকে উদ্ধার করেন। গুরুতর দগ্ধ শিরিনা বেগমকে প্রথমে যশোরে পরে খুলনায় নিয়ে যাওয়া হয়। এরপর ওইদিন রাতেই তাকে ঢাকা নেওয়ার সময় পথে তিনি মারা যায়। এ ঘটনায় ১৪ অক্টোবর নিহতের পিতা ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জামাই জুয়েল সরদারকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি জুয়েল সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম।
ওই মামলায় আসামি জুয়েল সরদারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments