যশোরে খো খো লীগের প্রথম পর্ব সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে খো খো লিগের গ্রুপ পর্ব সম্পন্ন হয়েছে। এতে পুরুষ বিভাগ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সপ্তডিঙ্গা স্পোর্টিং ক্লাব, উপশহর ব্রাদার্স, সালেহা স্পোর্টিং ক্লাব ও রুপকথা স্পোর্টিং ক্লাব। অপরদিকে নারী বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ কামাল অ্যাথলেটিক্স একাডেমি, বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব, ডেন্টাল স্কয়ার, যশোর ও শহীদ স্মৃতি স্মরণ ক্রীড়া চক্র। এর মধ্যে ডেন্টাল স্কয়ার ও শহীদ স্মৃতি স্মরণ ক্রীড়া চক্রের মধ্যেকার সেমিফাইনাল ম্যাচটি শুক্রবারই (২৬ মে) সম্পন্ন হয়েছে। শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেন্টাল স্কয়ার ১২-৭ পয়েন্টে জয়লাভের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করে। শনিবার (২৭ মে) একই মাঠে পুরুষ বিভাগের দুই সেমিফাইনাল ও নারী বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘ক’ গ্রুপের সেরা সপ্তডিঙ্গা স্পোর্টিং ক্লাব ও ‘খ’ গ্রুপের রানারআপ রুপকথা স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন সালেহা স্পোর্টিং ক্লাবের মুমোমুখি হবে ‘ক’ গ্রুপের রানারআপ উপশহর ব্রাদার্স ইউনিয়ন। নারী বিভাগের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শেখ কামাল অ্যাথলেটিকস্ একাডেমি ও বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব। গ্রুপ পর্বের সমাপনীর দিন পুরুষ ও নারী বিভাগের ৮টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments