যশোরে খো খো লিগের ৬টি খেলা অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড খো খো লিগের  বৃহস্পতিবার (২৫ মে) দুটি বিভাগে ৩টি করে মোট ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগের তিনটি খেলায় জয় লাভ করে ফ্রেন্ডস ক্লাব যশোর,কারবালা যুব সংঘ ও সালেহা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মহিলা বিভাগের তিনটি খেলায় জয় লাভ করে শহীদ স্মৃতি স্মরণ ক্রীড়া চক্র, নাইনটি স্পোর্টিং ক্লাব ও শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমি। পুরুষ বিভাগের প্রথম খেলায় সবুজ সংঘ যশোরকে ১৬-১৫ পয়েন্টে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব যশোর। দ্বিতীয় খেলায় নীল বিদ্রোহী দিগম্বর বিশ্বাস স্মৃতি সংসদকে ১৪-১৩ পয়েন্টে পরাজিত করে কারবাল যুব সংঘ। তৃতীয় খেলায় স্বপ্ন সাথী বন্দর স্পোর্টিং ক্লাবকে এক ইনিংসসহ ৪ পয়েন্টে পরাজিত করে সালেহা স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মহিলা বিভাগের প্রথম খেলায় বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবকে ২৬-১৭ পয়েন্টে পরাজিত করে শহীদ স্মৃতি স্বরন ক্রীড়া চক্র। দ্বিতীয় খেলায় কসবা যুব সংঘকে ১৬-১৩ পরাজিত করে নাইনটি স্পোর্টিং ক্লাব। তৃতীয় খেলায় সৌখিন ক্রীড়া সংসদকে ১৯-১ পয়েন্টে পরাজিত করে শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমি।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments