যশোরের গরুর বাসি মাংস বিক্রির অপরাধে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের কাঠেরপুলে অভিযান চালিয়ে বাসি পচা মাংস বিক্রির অপরাধে শুকুর আলী নামে একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অন্যান্য ব্যবসায়ীকে বাসি মাংস বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে।  রোববার (১৯ মার্চ )দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
পেশকার নজরুল ইসলাম জানান, দুপুরে কাঠেরপুলের মাংসের দোকানগুলোতে অভিযান চালায় ভ্রামাম্যণ আদালত। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ দেখতে পান সেখানকার শুকুর আলীর দোকানে বাসি পচা মাংস বিক্রি করা হচ্ছে। সাথে সাথে তিনি ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে দোকানে থাকা বাসি পচা মাংস ফেলে দেয়ার নির্দেশ দেন। অভিযুক্ত ব্যবসায়ী শুকুর আলী উপশহরের সাইফুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ অভিযানকালে সেখানকার সব ব্যবসায়ীকে সঠিক মূল্যে গরুর মাংস বিক্রি করার নির্দেশ দেন। এছাড়া হাজী মুহাম্মদ মহসিন রোডের বিভিন্ন ব্যবসায়ীকে সঠিক মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল আহমেদ ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আলীম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments