মুসলিম একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

0

স্পোর্টস রিপোর্টার ॥ মুসলিম একাডেমি যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২২ মার্চ )প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
মুসলিম একাডেমি যশোরের পরিচালনা পরিষদের সভাপতি রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু,আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ প্রমুুখ। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪১ টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রত্যেক ইভেন্টে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে ছিল,উচ্চলাফ, দীর্ঘলাফ,পিলোপাসিং,মোরগ লড়াই,বিস্কুট দৌড় ,দড়িলাফ ও ভারাসাম্য দৌড়।