মানববন্ধন কর্মসূচি সফলে যশোরে বিএনপির সভা

0

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস-বিদ্যুৎসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১১ মার্চ দেশব্যাপী বিএনপির মানববন্ধন কমসূচি পালিত হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোর জেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ মার্চ) জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, মো.মুছা,আব্দুস সালাম আজাদ,একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। সভায় জেলা বিএনপির অধীনস্ত সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।