মহম্মদপুরে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শেখ হাসিনার নেতৃত্বে এখন সারাদেশের প্রাইমারি, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবন হয়েছে। এছাড়া চিকিৎসা, যাতায়াতসহ প্রতিটা বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বীরেন শিকদার এমপি। বুধবার (২৪ মে) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান বরকত আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments