মহম্মদপুরে যুবলীগ কর্মী রাজুর মুক্তির দাবিতে মানববন্ধন

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে যুবলীগ কর্মী তানভীর রহমান রাজুর মুক্তি ও অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দুই বিক্ষুব্ধ নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে স্থানীয় বাসস্টান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন বাদী হয়ে গত ২ মার্চ রাতে তানভীর রজমান রাজুকে (৩৫) আসামি করে মহম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করেন। এদিন রাতেই রাজুকে পুলিশ গ্রেফতার করে। পরের দিন শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। রাজু উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের মৃত. আবুল হোসেন মোল্যার ছেলে।