মনিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ টি প্রতিষ্ঠানকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল শনিবার বিকেলে যশোরের মনিরামপুর পৌরশহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালত পৌরশহরের মাছবাজার, ফল বাজার, কাচাবাজার, মুদি বাজারে অভিযান পরিচলনা করেন। এ সময় মহাসড়কের পাশে যত্রতত্র দোকান বসানো, পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টানানো, বেশি মূল্যে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দরুন আদালত আটজন দোকানির বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে পৃথকভাবে মামলা করেন। পরে তাদেরকে বিভিন্ন হারে জরিমানা করা হয়। এরা হলো মা-কালি ষ্টোরকে দুই হাজার, শেখর ষ্টোরকে দুই হাজার, আবু হোজাইফা ষ্টোরকে দুই হাজার, সুধীর ষ্টোরকে তিন হাজার, আবু হুরাইরা ষ্টোরকে তিন হাজার, দ্বীপ কুমার ঘোষকে এক হাজার, প্রতাপ কুন্ডুকে এক হাজার, সর্দার বিপনীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হোসেন জানান, পবিত্র রমজানে যেন মানুষের কষ্ট না হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।