মনিরামপুরে গরু চোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমন সহযোগীসহ আটক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে গরু চুরি করে পালানোর সময় মঙ্গলবার ( ১৪ মার্চ) ভোরে এলাকাবাসী ধাওয়া করে গরু চোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমন তানভিরকে আটক করেছে। এ সময় গণপিটুনিতে তার পা ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার সহযোগী হাসানকে পৌরশহরের মহাদেবপুর এলাকা থেকে আটক করে। আটক সুমন পৌরশহরের ট্রাকচালক আলাউদ্দিনের ছেলে এবং হাসান মহাদেবপুর এলাকার ভ্যানচালক বাবু উদ্দিনের ছেলে।
কিশোর বয়স থেকে সুমন বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে সমাজে নিজেকে ফেরিওয়ালা, কখনও জীনের বাদশা, আবার কখনও টিকটক ভিডিও তারকা পরিচয় দিয়ে সহজসরল মানুষের সাথে প্রতারণা করে অর্থকড়ি হাতিয়ে নিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রয়েছে শিশু ধর্ষণের অভিযোগ। থানায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে। কিশোর অপরাধী থেকে বহুরূপী সুমন তানভীর এখন হয়ে উঠেছেন পশু হত্যা ও চুরি সিন্ডিকেটের হোতা। গোপনে গোখাদ্যের সাথে গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশিয়ে দেন তিনি ও তার দল। পরে ওই খাদ্য খেয়ে যখন গরু-ছাগল মারা যায়। তখন সুমন ও তার দলবল ফেলে দেয়ার কথা বলে মরা গরু-ছাগল নিয়ে নাম কাওয়াস্তে জবাই দিয়ে গোশ বিক্রি করে আসছিলেন। এ ছাড়াও তিনি গরু চোর সিন্ডিকেটের হোতা।
মঙ্গলবার ভোরে সুমন ও তার দলবল পৌরশহরের জয়নগর এলাকার মতিয়ার রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি করেন। সকাল ছয়টার দিকে গরু নিয়ে পাশে বেগমপুর গ্রাম পার হওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে। পরে গণপিটুনিতে তার দুই পা ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সকাল নয়টার দিকে মহাদেবপুর এলাকা থেকে তার সহযোগী হাসানকে আটক করে। আটক সিন্ডিকেট হোতা টিকটক সুমন এলাকাবাসী ও পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় তার সাথে হাসান ছাড়াও আরো জড়িত রয়েছে স্বরূপদাহ গ্রামের ঘরজামাই কসাই আলমগীর হোসেন ও কসাই শাহাজান আলীসহ বেশ কয়েকজন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে ভুক্তভোগী মতিয়ার রহমানের স্ত্রী হাসিনা খাতুন সুমন, হাসান, কসাই আলমগীর ও শাহাজানের বিরুদ্ধে মামলা করেছেন।