মণিরামপুরে তিন শিক্ষকের জাল সনদে বেতন নেওয়া ১৯ লাখ টাকা ফেরতের নির্দেশ

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত তিন শিক্ষকের  জাল সনদ  শনাক্ত হওয়ায় তাদের চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এমপিওভুক্তির পর থেকে গত এপ্রিল পর্যন্ত উত্তোলন করা ১৯ লাখ ২ হাজার ৫৮৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরীক্ষা-নিরীক্ষা করে ওই তিন শিক্ষকের  জাল সনদ  শনাক্ত হওয়ায় তাদেরকে চকারিচ্যুত করে ওই টাকা জমাদানের নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার সহকারী সচিব সেলিম সিকদার গত ১৮ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। বিষয়টি  বুধবার (২৪ মে) প্রকাশ হয়।
জাল সনদধারী তিন শিক্ষক হলেন মণিরামপুর উপজেলার গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) অপর্না মন্ডল, সহকারী শিক্ষক (কম্পিউটার) কাজল কুমার পাল ও ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে অপর্না মন্ডলের হিন্দু ধর্মীয় সনদ, কাজল কুমার পালের কম্পিউটার সনদ এবং ইলিয়াস কাঞ্চনের শিক্ষক নিবন্ধন সনদ জাল  শনাক্ত হয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, অপর্না মন্ডল ২০১১ সালে, কাজল পাল ২০১৩ সালে এবং ইলিয়াস কাঞ্চন ২০১০ সালে এমপিওভুক্ত হয়ে সরকারি বেতনভাতা উত্তোলন করে আসছেন। চাকরির শুরুতেই তাদের বিরুদ্ধে জাল সনদ  জমা দেওয়ার অভিযোগ ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) সারাদেশে ৬৭৮ জন শিক্ষকের সনদ পরীক্ষা-নিরীক্ষার পর জাল শনাক্ত করে ১৮ মে প্রজ্ঞাপন জারি করেন।
আর এ বিষয়টি  বুধবার (২৪ মে) প্রকাশ হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। এ ব্যাপারে গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিম রায় জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনও পত্র পাননি। জাল সনদ শিক্ষক কাজল কুমার পাল জানান, তার কম্পিউটারের সার্টিফিকেটটি মোটা অংকের টাকার বিনিময়ে রেজাউল করিম নামে একজন প্রধান শিক্ষক তাকে সরবরাহ করেছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা পালন করা হবে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments