মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রতিমন্ত্রী ও বিএনপির

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর)॥ মণিরামপুর উপজেলার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে গত সোমবার (৬ মার্চ) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমস্ত্রী স্বপন ভট্টাচার্য্য আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান ঢেউটিন, ২৫ হাজার টাকা প্রদান করেন। এ ছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মণিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য তাসরিন সুলতানা শোভা, খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে টাকা, চাল, ডাল, চিনি, তেল, লবণসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মিজানুর রহমান, আবদুল হাই, শরিফুল ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী প্রমুখ।
অপরদিকে বিকেলে পরিদর্শন শেষে যশোর জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মেরী ইকবাল ক্ষতিগ্রস্তদের টাকা, শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে টাকা, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আহাদুল করিম প্রমুখ।
উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রথমে ফিরোজা বেগমের ঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। একে একে ১০টি ঘর ভষ্মীভূত হয়।