বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবালো টাইগাররা

0

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ  সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের ১৬ রানে পরাজিত করে টাইগার বাহিনী। তৃতীয় ম্যাচে অবশ্য জয়ের পথেই ছিল সফরকারী ইংল্যান্ড। শুরুতেই ফিল সল্টের উইকেট হারানোর পরে দ্বিতীয় উইকেট জুটিতে জস বাটলার ও ডেভিড মালান মিলে দলকে ৯৯ রান এনে দেন। তাতে মনে হচ্ছিল ম্যাচটা ফসকেই গেল বাংলাদেশের কাছ থেকে। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে এসে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান মুস্তাফিজুর রহমান। লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে মালান ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন। তার সাজঘরে ফেরার পরের বলেই বাটলারকে রানআউট করেন মেহেদী হাসান মিরাজ। তিনি আউট হন ৩১ বলে ৪ চার ও এক ছক্কার মারে ৪০ রানের ইনিংস খেলে। তাদের বিদায়ের বিধ্বস্ত হয়ে পড়ে সফরকারীরা। যেখানে বড় কৃতিত্বটা ছিল তাসকিন আহমেদের। জয়ের জন্য ইংলিশদের যখন ২৪ বলে ৪০ রান প্রয়োজন তখন মঈন আলীকে মেহেদী হাসানের ক্যাচে পরিণত করেন এ পেসার। ১০ বলে ৯ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন তিনি। একই ওভারের শেষ বলে বেন ডাকেটকে বোল্ড করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তাসকিন। ডাকেট সাজঘরে ফেরেন ১১ বলে ১১ রান করে। ১৮তম ওভারে মুস্তাফিজ এসে মাত্র ৫ রান দিয়ে সফরকারীদের বড় চাপের মুখে ফেলে দেন। পরের ওভারে আক্রমণে এসে প্রথম বলেই স্যাম কারানকে সাজঘরে ফেরান সাকিব। পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরা এ ব্যাটার করেন ৬ বলে ৪ রান। এক উইকেট নেয়ার পাশাপাশি টাইগার অধিনায়ক এ ওভারে খরচ করেন মাত্র ৪ রান। তাতে শেষ ওভারে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন পড়ে ২৭ রান। ক্রিজে ছিলেন দুই হার্ড হিটার ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। তবে তারা পেসার হাসান মাহমুদের বিপক্ষে কোনো অঘটন ঘটাতে পারেননি। এতেই ১৬ রানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টাইগাররা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৫৮ রান সংগ্রহ করে টাইগাররা।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments