বার্সাকে শীর্ষে তুললেন রাকিতিচ

0

লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও সেটি হয়ে থাকলো সাময়িক। অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে আবার শীর্ষে উঠেছে সেতিয়েনের শিষ্যরা। আগের ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচেও সম্ভাব্য ফল হয়ে দাঁড়িয়েছিল ড্র। তারকা ভরা আক্রমণ ভাগ থেকে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি, লুই সুয়ারেস ও আন্তোয়ান গ্রিয়েজমানের কেউ। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে তাদের রক্ষা করেছেন বদলি হয়ে নামা মিডফিল্ডার ইভান রাকিতিচ। না হলে ড্র নিয়ে মাঠ ছাড়লে বার্সার জন্য শিরোপা লড়াইটা জটিল হয়ে উঠতো। এক ম্যাচ আগে ক্যারিয়ারে ৬৯৯ গোল পূরণ করা মেসি এদিনও স্কোরশিটে নাম তুলতে পারেননি। দুইবার সম্ভাবনা তৈরি করলেও ব্যর্থ হয়েছেন। ফলে ৭০০ গোলের মাইলফলক ছোঁয়া হয়নি আর। তবে তার বানিয়ে দেওয়া বলেই জটলা থেকে জালে বল জড়িয়ে দেন রাকিতিচ।
অথচ মাত্র ৬ মিনিটই পিচে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। এর ফলে মৌসুমের প্রথম গোলটি করেছেন তিনি। অপর দিকে মৌসুমের ১৫তম অ্যাসিস্ট করলেন বার্সার প্রাণভোমরা মেসি। অবশ্য এই মৌসুমে লিগ কাপ ও কোপা দেল রেতে এই বিলবাওর কাছেই বার্সাকে হারের লজ্জা পেতে হয়েছিল। বার্সাকে চেপে ধরেছিল এই ম্যাচেও। সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকবার। তেমনই একটি সুযোগ পেয়েছিলেন স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস। হেড করে গোলের সুযোগ তৈরি করেছিলেন ডিফেন্ডার ইয়ারাই আলভারেজও। এই জয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সা। রিয়াল মাদ্রিদ ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বুধবার জয় পেলে আবার শীর্ষে উঠে যাবে রিয়াল।