বাগেরহাটে ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে এক ব্যবসায়ীকে আটকে তার ওপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ মে ) রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা ক্লাব ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ফকির রনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার ব্যবসায়ী ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামসু ফকিরের ছেলে। তিনি বলেন, ২৩ মে রাত ২টার দিকে রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলাম। রাত ৩টার দিকে অপরিচিত একটি মোবাইল ফোনের নাম্বার থেকে ফোন দিয়ে তাকে জানানো হয় তার পিকআপের দরজা খোলা। খবর পেয়ে দ্রুত তিনি রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন তার গাড়ি ভাঙচুর করা এবং ছাত্রলীগ নেতা ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুলের হাতে তার গাড়ির কাগজপত্র। এ সময় আজিজুল ও তার সহযোগীরা তাকে চোর আখ্যা দিয়ে পশ্চিমডাঙ্গা ক্লাবঘরে নিয়ে শারীরিক নির্যাতন করে। তাকে হাতুড়িপেটা ও শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দিয়ে পকেটে থাকা টাকা নিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে আসলে ছাত্রলীগ নেতা তাকে ছেড়ে দেয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আজিজুল বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরবর্তীতে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর না বিষয়টি নিশ্চিত করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. আজিজুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের ঘটনা শুনেছি। ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments