বাগেরহাটে প্রতারকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে এক প্রতারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জিল্লুর রহমান মালঙ্গী (৪২) নামের ওই প্রতারক জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেরার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিলেন। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ওই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান মালঙ্গী বাগেরহাটের রামপাল উপজেলা হোগলডাঙ্গা গ্রামের জলিল মালঙ্গীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেবার কথা বলে একই এলাকার কামাল হোসেনসহ আরও ৮ জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় জিল্লুর রহমান। এরপর থেকে চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার কালেকক্টরেট চত্বরে তাকে জিজ্ঞাসা করলে তিনি অর্থ নেওয়ার কথা স্বীকার করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments