ফুলতলায় সেমাই ফ্যাক্টরিতে আগুন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার বাজারের এইচ আর ফুড প্রোডাক্ট নামে একটি সেমাই ফ্যাক্টরিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে। খবর পেয়ে খানাজাহান আলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, থানা পুলিশ এবং এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্যাক্টরি ম্যানেজার আলমগীর হোসেন (৪৫) জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ও ধোয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। আগুনে ফ্যাক্টরিতে তৈরি সেমাই,যন্ত্রাংশ ও অবকাঠামোর ক্ষতির আনুমানিক চার লাখ টাকার তি হয়েছে বলে ম্যানেজার দাবি করেন।