প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সূর্যসংঘের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুক্রবারের খেলায় জয় পেয়েছে সূর্যসংঘ । যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বোলিংয়ের নৈপূণ্যে প্রতিপক্ষ আসাদ স্মৃতি সংঘকে ২৯ রানে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে সূর্যসংঘ ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে নিলয় ৩০,নোমান ২১,রিফাত ১৫ এবং সোহেল ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে আসাদ স্মৃতি সংঘের তানভির ৪টি,আবির ২টি,ইমরান,আসিফ ও শামীম শাহরিয়ার ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ১২১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ ওভার ৪ বলে মাত্র ৯১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলেন। দলের পক্ষে ব্যাট হাতে তামিম ও শাহাবুদ্দিন ২৫ করে রান সংগ্রহ করেন। বল হাতে সূর্যসংঘের সোহেল ৩টি,ইমরান ও শরিফ ২টি করে এবং নিলয় ১টি উইকেট লাভ করেন।