প্রিমিয়ার ডিভিশনে যশোর ক্রিকেটের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শনিবারের খেলায় জয় পেয়েছে যশোর ক্রিকেট ক্লাব। এদিন যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আসাদ স্মৃতি সংঘকে ৭ উইকেটে পরজিত করে। খেলায় টস জিতে প্রথমে আসাদ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ৩৫ ওভার ৫ বলে ১১১ রানের তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সোহাগ সর্বোচ্চ ৬০ এবং শাহাবুদ্দিন ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে যশোর ক্রিকেট ক্লাবের নাহিদ ৪টি, ফয়সাল ইমাম ৩টি, নিলয় ২টি এবং সুমন ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে সাজিদ হাসান ৩১ এবং রুশাদ হুসাইন ২৩ রান সংগ্রহ করেন। বল হাতে আসাদ স্মৃতি সংঘের ইমরান ২টি এবং সোহাগ ১টি উইকেট লাভ করেন।