প্রাচ্যসংঘে স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর প্রাচ্যসংঘের আয়োজনে প্রাচ্য স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পিলো পাসিং ও চেয়ারসিটিং খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ মার্চ) দিনব্যাপী প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকউজ্জামান। প্রথমে শহরের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী নিয়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জিলা স্কুলের মো. মিফতাহুল ইসলাম প্রথম, একই স্কুলের শেখ ইফাজ ইফতেশাম দ্বিতীয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাফসিয়া তৃতীয় স্থান অর্জন করে। পরে অভিভাবকদের নিয়ে পিলো পাসিং ও চেয়ারসিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিলো পাসিং প্রতিযোগিতায় ১২ জন অভিভাবক অংশ নেন। এতে উর্মি ইসলাম অনামিকা প্রথম,সালমা আক্তার দ্বিতীয় এবং আবু সাঈদ তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া চেয়ারসিটিং প্রতিযোগিতায় ৭ জন অংশ নেন। এতে শারমিন সুলতানা প্রথম,সারিয়া সিদ্দিকী পল্লবী দ্বিতীয় এবং আসাম খাতুন তৃতীয় স্থান অর্জন করেন। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সব ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। অনুষ্ঠানে প্রাচ্য স্কুল দাবা প্রতিযোগিতার আহ্বায়ক সাহিদ হোসেন লাল বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, সুপ্রিম কাউন্সিলের সদস্য এম এ আকসাদ সিদ্দিক শৈবাল,মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সেক্রেটারি সোহেল মাসুদ হাসান টিটো, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান,প্রাচ্য ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত পরিচালক আলী আজাম টিটো,প্রতিযোগিতার বিচারক টিপু সুলতান প্রমুখ।