পালিত কন্যাকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে গণপিটুনি

0

 

স্টাফ রিপোর্টার ॥ সৎ পিতা কর্তৃক তিন বছর বয়সী এক শিশু কন্যাকে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগে আব্দুল কুদ্দুস (২৫) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল কুদ্দুসের বাড়ি মণিরামপুর উপজেলার ডহরসিংহা গ্রামে।
মণিরামপুর থানার এসআই ইমরান জানিয়েছেন, আব্দুল কুদ্দুস তার পালিত শিশু কন্যাকে শ্লীলতাহানী ঘটানোর চেষ্টা চালায়। এরপর লোকজন তাকে গণপিটুনি দেয়। আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল কুদ্দুস জানিয়েছেন,  বৃহস্পতিবার (১৬ মার্চ ) রাত পৌনে ৮টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলেরহাট মন্ডলগাতি গ্রামের শামীমসহ ১০/১২জন তাকে ধরে গণপিটুনি দিলে তিনি আহত হন। শামীম ওই শিশুটির মামা উল্লেখ করে আব্দুল কুদ্দুস বলেন, শিশুর মা তার দ্বিতীয় স্ত্রী। ৩ বছর বয়সী তাকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করেন শিশুর মা।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments