পাইকগাছায় সড়কের কাজ বন্ধে দুর্ভোগ সাধারণের

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনদুর্ভোগ বেড়েছে।
পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কালিবাড়ী মন্দির থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে ওয়াপদা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে পিচ ও খোয়া উঠে এবড়ো থেবড়ো হয়ে পড়েছে। উপজেলার ১০ ইউনিয়ন ১টি পৌরসভাসহ পাশের উপজেলা আশাশুনি,তালা ও দাকোপ থেকে রোগীদের স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসতে পোহাতে হয় দুর্ভোগ। গত বছরের শেষের দিকে ঠিকাদার প্রতিষ্ঠান সাতক্ষীরার জে এন্ড জে ইন্টারন্যাশনাল সংস্কার কাজটি শুরু করে । কিন্তু সংস্কারের নামে রাস্তা খুঁড়ে কাজ বন্ধ রাখা হয়েছে। সড়কে বিছিয়ে রাখা হয়েছে পুরনো ইটের খোয়া। এতে ধুলো -বালিতে পরিবেশ দূষিত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান বলেন, রাস্তা সংস্কারের টেন্ডারের পর গত বছরের ৯ অক্টোবর কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার। চলতি বছরের ৬ জানুয়ারির কাজ শেষ করার কথা। যার বরাদ্দ ৪৯ লাখ ৯৫ টাকা। কিন্তু কিছুদিন কাজ করে চলে যায় প্রতিষ্ঠানটি।