পাইকগাছায় বাঁধ কেটে চিংড়ি ঘের দখলের চেষ্টা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় চিংড়ি ঘেরের বাঁধ কেটে দখলের চেষ্টাকালে বাঁধার মুখে পিছু হেটেছে দখলবাজরা। ক্ষতিসাধন ও জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়,উপজেলার মালত গ্রামের সুজায়েত সরদারে ২১ বিঘার চিংড়ি ঘের রয়েছে। বিরাশী গ্রামের শেখ ইলিয়াস আক্তার ও তেঁতুলতলা গ্রামের বাপ্পী ঢালী লোকজন নিয়ে বুধবার রাত ১০ টার দিকে ঘেরটি দখল করতে যায়। দখলের চেষ্টায় বাঁধ কাটতে থাকলে ঘের মালিকের বাঁধার মুখে তারা ফিরে যায়। এ ঘটনায় সুজায়েত ইলিয়াস আক্তার ও বাপ্পীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। ইলিয়াস আক্তার জানান, জমির প্রকৃত মালিক উত্তম সাধু দখল করতে গিয়েছিলেন। তাদের জমি শিলেমানপুর গ্রামের সামাদ মোড়লের কাছে চুক্তিপত্র করে দেন। তিনি জমির মালিকদের হারির টাকা না দিয়ে সুজায়েত হোসেনের কাছে চুক্তিপত্র করেন। যে চুক্তিপত্র বাতিল করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।