পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার জিরো পয়েন্টে শনিবার রাত সাড়ে ৯ টায় একটি কুকুর কমপক্ষে ৯ জনকে কামড় ও আঁচড়িয়ে দিয়েছে। এ সময় এলাকায় চলাচলকারীরা কুকুরের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আক্রান্ত ৬ ব্যক্তি পাইকগাছা হাসপাতাল ভর্তি হয়েছেন। আক্রান্তরা হলেন পাইকগাছার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল্লাহ আল-হাদী (২১), সরল গ্রামের ওমরের মেয়ে চুমকি (৩০), একই এলাকার ভবরঞ্জনের ছেলে তুফান মন্ডল (৩০), বান্দিকাটি গ্রামের মৃত বছির গাজীর ছেলে জিন্নাত গাজী (৭০), সরল গ্রামের মোবারেক গাজীর ছেলে তহিদুল গাজী (৪৫) ও বাতিখালী গ্রামের লোকমান হোসেনের ছেলে শহীদ (৩৫)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় হাসপাতালে কুকুরে কামড়ানো কোন প্রতিষেধক ওষুধ না থাকায় খুলনা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল ও সামিউল ইসলাম জানান।