পাইকগাছার শিবসা নদীর ১৫ কিলোমিটার ভরাট

0

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছার শিবসা নদী এলাকাবাসীর জন্যে অভিশাপ হয়েছে দাঁড়িয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যে নদীর প্রায় ১৫ কিলোমিটা ভরাট হয়ে গেছে। এ সুযোগে ভূমিখেকোরা দখল করে ফেলছে নদীটি।
উপজেলা সদরের শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত শিবসা নদীর প্রায় ১৫ কিলোমিটার ভরাট হয়ে গেছে। যা ভূমি থেকে উঁচু হয়ে গেছে। নদীটি খননের জন্যে বিভিন্ন সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে সভা-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে স্মারকলিপি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দ্রুত খনন করা হবে। কিন্তু বছরের পর বছর পার হয়েছে। অগ্রগতি নেই কোন । বরং উল্টো নদীর জায়গা ভূমিখেকোরা ইচ্ছেমতো দখল করে মাছের ঘের ও স্থাপনা তৈরি করছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাহ হোসেন নদীটি অবৈধ দখলমুক্ত করতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। একাধিক মাছের ঘের ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন,নদী খননের জন্যে কর্তৃপক্ষকে লেখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,পাইকগাছায় পর্যায়ক্রমে সকল সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদারদের কবল থেকে মুক্ত করা হবে।